E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে রাস্তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি, যান চলাচলে দুর্ভোগ

২০১৭ জানুয়ারি ১৬ ১৪:৫০:৩৭
টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে রাস্তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি, যান চলাচলে দুর্ভোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল আরিচা মহা সড়কের নাগরপুর সরকারি কলেজ সংলগ্ন রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি থাকায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালকদের।

আতংকের মধ্যে আছে রাস্তার পাশের দোকান গুলো। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়ক দিন দিন দুই পাশে সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে গাড়ীর চাপ। কিন্তু সরকারি কলেজ সংলগ্ন রাস্তার এক পাশে কলেজের ৫ টি বড় গাছ এবং রাস্তার অপর পাশে পল্লি বিদ্যুতের ৬ টি খুটি থাকায় মহা সড়কের এ অংশটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছেনা যানবাহন। পড়ছে জ্যাম বাড়ছে দুর্ঘটনা। রাস্তার পাশে অবস্থিত পান্নু ষ্টিল কিং দোকানের স্বত্বাধিকারী মো. পান্নু মিয়া জানান, গত কয়েক দিন আগে ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক খুটি মাঝখান থেকে ভেঙ্গে পড়ে। অল্পের জন্য আমরা বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাই। আরো একটি ষ্টিলের খুটি ট্রাকের ধাক্কায় দুমড়ে থাকলেও প্রশাসন সে দিকে নজর দিচ্ছেনা।

এব্যাপারে প্রশাসন, গাছের মালিক ও পল্লি বিদ্যুত বিভাগের সাথে যোগাযোগ করা হলে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রাধা বল্লভ সরকার জানান, গাছের মালিক কলেজ কর্তৃপক্ষ হলেও গাছ কাটার এখতিয়ার কলেজ কর্তৃপক্ষের নেই। তিনি বন বিভাগের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

অন্য দিকে টাঙ্গাইল পল্লি বিদ্যুতের নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলামের সাথে খুটি অপসারনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার উপর থেকে পল্লি বিদ্যুতের খুটি অপসারন করতে হলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে পল্লি বিদ্যুত কে লিখিত ভাবে জানাতে হবে এবং নির্দিষ্ট পরিমান টাকা পরিশোধ ও জায়গা নির্ধারন করে দিতে হবে।

টাঙ্গাইল জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল হাকিম জানান, রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুটি থাকায় যান চলাচলে বিঘœ সৃষ্টি হলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকেএসআর/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test