E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শুরু হচ্ছে শহীদ শেখ আবু নাসের ফুটবল টূর্নামেন্ট

বাগেহাটে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামের উদ্ধোধন আজ

২০১৭ জানুয়ারি ১৭ ১২:৩৬:৩১
বাগেহাটে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামের উদ্ধোধন আজ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আজ উদ্ধোধন করা হচ্ছে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  বিরেন শিকদার আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে সম্প্রসারিত এই ষ্টেডিয়ামের উদ্ধোধন করবেন। জেলা ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্তের ফলে ক্রীড়া মন্ত্রণালয় বাগেরহোট ষ্টেডিয়ামের নতুন নামকরণে করেছে বঙ্গবন্ধু’র ভাতিজা ও বাগেরহোট – আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের নামে।

ইতমধ্যে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ষ্টেডিয়ামের সম্প্রসারণ, প্রাভেলিয়ন ও উত্তর পাশে গ্রালারী নির্মাণ কাজ শেষ হয়েছে।

বাগেরহাট শেখ হেলাল উদ্ধিন ষ্টেডিয়াম উদ্ধোধনের পরপেরই জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে তৃতীয় বারের মতো বঙ্গোবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টেন উদ্বোধনী করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিগ প্রাইজমানির শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করবেন। এই টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলেকে দেয়া হবে দেড় লাখ টাকা ও রানার আপ দলকে দেয়া হবে ১ লাখ টাকা।

বাগেরহাট ডিএফএ’র সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান জানান, এবছর শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্টে রাজধানী ঢাকার দুটিসহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে। অংশ গ্রহনকারী দলগুলোর মধ্যে রয়েছে, ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদসহ কুষ্টিয়া, চুয়াডাংগা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদাহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল। উদ্ধোধনী খেলায় অংশ নেবে সাতক্ষীরা জেলা বনাম গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র।

(একে/এস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test