E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জে চলছে বইমেলার প্রস্তুতি

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৪:৩৬:৪০
ঈশ্বরগঞ্জে চলছে বইমেলার প্রস্তুতি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি মাস বাঙালি জাতিসত্তার অবিস্মরণীয় প্রেরণার নাম। এই প্রেরণায় জাগ্রত হয়ে “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”- উক্ত শ্লোগনকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা। গতবারের মতো এবারও  উপজেলা প্রশাসন কর্তৃক আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে বইমেলা। 

বইমেলাকে কেন্দ্র করে সাহিত্য প্রেমিদের মাঝে আগ্রহ লক্ষ করা যাচ্ছে।আগামী ১৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। মেলার দ্বিতীয় দিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পুষ্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। মেলার শেষদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। মেলার প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

এছাড়াও শেষ দিন অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা। প্রতিদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। উক্ত বই মেলা উপলক্ষে চলছে প্রশাসনের জোড় প্রস্তুতি। বই মেলায় গতবারের মতো এবারও স্থানীয় লাইব্রেরি থেকে স্টলের আয়োজন করা হবে। গতবার মেলায় ৫ লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছিল বলে জানা গেছে।এর ধারাবাহিকতায় এবারও উক্ত লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে আয়োজকরা।

এ ব্যাপারে মেলার প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার জানান, তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করাই মেলার মূল লক্ষ। কারণ বই পাঠের অভ্যাসের মাধ্যমে তরুণদের বিভিন্ন সামাজিক ব্যধি থেকে দূরে রাখা সম্ভব।

(এনআইএম/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test