E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৬:০৬:২০
টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু গোলচত্বরের ওজন স্কেলের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২ বস্তার ২৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে টাঙ্গাইল পুলিশ। যার আনুমানিক মুল্য ২৮ লক্ষ টাকা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, মঙ্গলবার সকালে ট্রাকে বিপুল পরিমান গাঁজা নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছে। মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল মো. মাসুদুর রহমান মনির নেতৃত্বে একদল পুলিশ বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলের সামনে ট্রাকে অভিযান চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২ বস্তা গাঁজা উদ্ধার করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা আন্তঃজেলা মাদক পাচার চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test