E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অন সেলফ এ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক ওয়ার্কশপ

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৮:০৮:০৪
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অন সেলফ এ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক ওয়ার্কশপ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অন সেলফ এ্যাসেসমেন্ট প্রোসেস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর আওতায় জাককানইবি’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। ওয়ার্কশপের সঞ্চালনা করেন জাককানইবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সাহাবউদ্দিন। এতে আইকিউএসি-এ গবেষণারত শিক্ষক মণ্ডলী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খোরশিদুল আলম মজিব ত্রিশাল।

(এমএন/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test