E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৮:২৮:২২
বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের আত্মসমর্পন করা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য জামিনে মুক্তি পেয়েছে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলুল হক এসব জামিন মঞ্জুর করেন। সোমবার বিকালে বাগেরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য।

কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্তরা হলো, বনদস্যু জাহাঙ্গীর বাগিনীর সদস্য মোঃ আকরাম শেখ, শেখ মো. ফরিদ, মো. মারুফ শেখ, মো. মোস্তাহার শেখ, মো. এরশাদ খান, মো. গাজী তরিকুল ইসলাম, মো. কামরুল শেখ, মো. কামরুল হাসান, মো. হায়দার শেখ, মো. হারুন শেখ, মো. আইয়ুব আলী শেখ, মো. মাফিকুল গাজী, মো. কবির গাজী, মো. পলাশ হোসেন, মো. আবদুল হান্নান সরদার, মো. মহাসিন মোড়ল ও মো. ইয়াকুব সরদার।

বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গত ২৯ জানুয়ারী বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্য বরিশাল নগরের রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

(একে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test