E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটের ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৫:৫৯:৫২
বাগেরহাটের ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করে খুলনা রেঞ্জের ডিআইজি মনির উজ জামান বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে পুলিশ কাজ করছে। এ লক্ষে বাগেরহাট জেলায় ১০০ দিনের একটি কর্মসূচি পুলিশ হাতে নিয়েছে। সমাজের পেশাজীবি, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ব্যাপক প্রচার অভিযান ও অপারেশনমুলক কার্যক্রম পরিচালনা করে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মুলে কাজ করতে হচ্ছে।


মঙ্গলাবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মাদক ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি সচেতন মানুষকে মাদক ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে পুলিশ বিভাগকে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করারও আহবান জানান।

জেলা পুলিশ আয়োজিত সমাবেশে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফার হোসেন, সাধারন সম্পাদক মো. শাহ আলম টুকু, রিজিয়া পারভীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test