E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুন্দরবনে দুই জেলে অপহরণ

২০১৭ মার্চ ২৪ ১১:৩৪:৫৮
সুন্দরবনে দুই জেলে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করেছে দস্যু রবিউল বাহিনীর সদস্যরা। দস্যুরা তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করছে।

শুক্রবার (২৪ মার্চ) ‌ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারির খাল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মণ্ডলের ছেলে ফনি মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

বৈকারির খাল থেকে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা সাংবা‌দিকদের জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দবনের বৈকারি খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে দস্যু রবিউল বাহিনীর সদস্যরা তার সহযোগী ওই দুই জেলেকে অপহরণ করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজকে জানান, অপহৃত পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কেউ কিছু জানাননি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test