E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

২০১৭ মার্চ ২৪ ১৪:০৬:৫৬
ঈশ্বরদীতে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে ১টি বিদেশী রিভলভার, ৪ রাউন্ড গুলি, রাম’দা, হাসুয়া, ৬৫ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) এলাকায় গোপন সূত্রের সংবাদ পেয়ে পাবনা র‌্যাব-১২ এই অভিযান চালায়।

র‌্যাব জানায়, রাশিদুল ইসলামের ছেলে রাকিবুল হাসান পিন্টু’র (২৬) দেহ তল্লাশি করে বিদেশী রিভালবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় মৃত আব্দুল গাফফারের ছেলে হাসান (২৫) ও মোক্তার হোসেনের ছেলে রনি (২২) তার সাথে ছিল। এদের নিকট হতে ৬৫ পিচ ইয়াবা, রাম’দা ও হাসুয়া উদ্ধার হয়।

র‌্যাব আরো জানায়, সন্ত্রাসী ধরতে ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) র‌্যাবের একটি টহল দল গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা।

কোম্পানী কমান্ডার রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রেলওয়ের তেল ও ইজিবাইক চুরি এবং ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test