E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নোয়াখালীতে অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার

২০১৭ এপ্রিল ০১ ১৪:০৫:০৯
নোয়াখালীতে অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের বড় বিল (চর) নামক স্থানে শনিবার আনুমানিক ৩৫ বৎসর বয়সের অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ পাওয়া গেছে।

লাশটির হাত পায়ের রগ কাটা ও চোখ তুলে ফেলা হয়েছে, শরিরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরিরে কোন জামা কাপড় ছিলো না।

সকালে কৃষকরা জমিতে কাজ করতে গেলে লাশ দেখে ভয়ে শৌরচিৎকার করলে গ্রামবাসী একত্রিত হয়, পরে স্থানীয় মেম্বার আলী আজ্জম চর জব্বার থানায় খবর দিলে চর জব্বার থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধারনা করা হচ্ছে গভীর রাতের কোন এক সময় দুর্বিত্তরা অজ্ঞাত ব্যক্তিটিকে নির্মম ভাবে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। তবে চোখ তুলে ফেলায় এবং মুখে গভীর আঘাত থাকায় লাশ চিনতে পারছে না কেউ।

চর জব্বার থানার এসআই আনোয়ার হোসেন জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়।

(আইইউএস/এসপি/এপ্রিল ১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test