E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘দ্রুত সনাক্তকরন ও উপযুক্ত শিক্ষায় অটিস্টিক শিশুর উন্নতি’

২০১৭ এপ্রিল ০২ ১৫:৫৭:৪৭
‘দ্রুত সনাক্তকরন ও উপযুক্ত শিক্ষায় অটিস্টিক শিশুর উন্নতি’

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, অটিজমকে বলা হয়-অদৃশ্য প্রতিবন্ধকতা। এই অদৃশ্য প্রতিবন্ধকতা অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন অটিজমের কোন যাদুকরি চিকিৎসা নেই। অটিজম সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়।

তবে অটিস্টিক ব্যক্তির অনেক উন্নতি সম্ভব। দ্রুত সনাক্তকরন এবং দ্রুত উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণে সম্পৃক্ত করা গেলে একটি অটিস্টিক শিশুর অনেক উন্নতি সম্ভব।

‘স্বকীয়তা ও আত্ম প্রত্যয়ের পথে’- এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর আয়োজিত এবং স্থানীয় বেসরকারী সংস্থাগুলোর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমীতে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা’র নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী চিকিৎসা ও সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূণর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবার প্রবেশন অফিসার মোঃ মুনির হোসেন।

সভা শেষে দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অটিস্টিক ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষদ্বয় পুরস্কার বিতরণ করেন এবং অটিস্টিক ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাম রব্বানী।


(এনআইএন/এসপি/এপ্রিল ২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test