E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কবিরহাটে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

২০১৭ মে ০৮ ১৮:০৬:০০
কবিরহাটে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকা থেকে নুরুল আমিন প্রকাশ নুর আমিন (২৮) ও একরাম (২৪) নামের দুই ইয়াবা ব্যবসায়কে ১০১ পিছ ইয়াবা’সহ আটক করেছে কবির হাট থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দারের নের্তৃত্তে একটি ফোর্স উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মজিদের হাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত নুরুল আমিন প্রকাশ নুর আমিন ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে ও একরাম একই গ্রামের আব্দুল হালিম কালা মিয়ার বাড়ির আঃ হালিম প্রকাশ কালা মিয়ার ছেলে। দু’জনই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

সূত্রে আরো জানান তাদেরকে ইয়াবা ব্যবসায় সহযোগিতা করছে এবং পুলিশে উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইউছুফ প্র: বিটু (৩৩) ও বাটু মিয়া নামের এলাকার আরো দুই ইয়াবা ব্যবসায়ী। সহযোগি পালিয়ে যাওয়া দুই ইয়াবা ব্যবসায়ী হচ্ছেন ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি গ্রামের সত্তর মহজনের ছেলে ইউছুফ প্র: বিটু ও সোনাদিয়া গ্রামের সিরাজুল ইসলাম প্র: দাদা মিয়ার ছেলে বাটু মিয়া।

কবির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, গোপন সংবাদের বিত্তিতে ১০১ পিছ ইয়াব’সহ দু’জন ইয়াবা ব্যবসায়কে আটক করা হয়েছে ও মাদক দ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাদেরকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং মাদক সেবী ও মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।

(এমআইইউএস/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test