E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কুষ্টিয়ায় দুইপক্ষের সংষর্ষে স্কুল ছাত্রী নিহত

২০১৭ মে ১০ ১৮:৩৪:১৭
কুষ্টিয়ায় দুইপক্ষের সংষর্ষে স্কুল ছাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রুমি (১৫) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫জন।

বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুমি উক্ত এলাকার আরিফ ব্যাপারীর মেয়ে এবং কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় মন্ডল গ্রুপ ও লস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকালে মন্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর লোকজন বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফসল তুলতে গেলে প্রতিপক্ষ লস্কর গ্রুপের লোকজন তাদের বাঁধা দেয়।

এ সময় মন্ডল গ্রুপের সমর্থক স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটা ও লস্কর গ্রুপের সমর্থক লতিফ মোল্লার নেতৃত্বে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মন্ডল গ্রুপের লোকজন পালিয়ে যায়।

দুপুরে আবারো উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লস্কর গ্রুপের ছোঁড়া ফালা (স্থানীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র) মন্ডল গ্রপের প্রধান সাদ ব্যাপারীর নাতনী রুমির বুকে বিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু খবর ছড়িয়ে পড়লে মন্ডল গ্রুপের সমর্থকরা পাহাড়পুর, নুরপুর ও গোপালপুরে লস্কর গ্রুপের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানায় ওসি।

(কেকে/এএস/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test