E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৭ মে ১১ ১৫:২৭:৩২
সিরাজগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : বুধবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাউটতলা গ্রাম থেকে লিপি খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । সে ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও স্থানীয় মেঘাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুন্ড জানান, সকালে লিপি প্রাইভেট পড়তে যাই । এরপর তার বাবা মা বাইরে চলে যায় । দুপুরে লিপি প্রাইভেট থেকে ফিরে নিজ ঘরে সিলিংয়ের সাথে ফাস নেয় । সন্ধ্যায় তার বাবা মা বাড়ি এষে অনেক ডাকাডাকি করে । এত ডাকাডাকির পর সে যখন ঘর না খোলে ঠিক তখনই তাদের সন্দেহ হয় ।

এক পর্যায়ে তারা ফুলিশকে খবর দেয় । পুলিশ এসে দরজা ভেঙ্গে সিলিংয়ের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।

ওসি আরো বলেন, কি কারণে লিপি আত্বহত্যা করেছে তা এখন বোঝা যাচ্ছে না তবে ধারনা করা হচ্ছে ইভটিজিংয়ের কারণে সে আত্বহত্যা করেছে ।

লিপির বাবা মনিরুজ্জামান বলেন, সকালে ভালো মেয়ে প্রাইবেচ পড়তে গেলে । যানি না কি কারনে আত্বহত্যা করল । হঠাৎ করে ৭ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । কেউ বলছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে আবার কেউ বলছে ইভটিজিংয়ের কারওেণ আত্মহত্যা করছে।

(এমএস/এসপি/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test