E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এলেঙ্গায় ডিম ভেঙ্গে খামারীদের বিক্ষোভ

২০১৭ মে ১১ ১৫:৪৫:৩২
এলেঙ্গায় ডিম ভেঙ্গে খামারীদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিম ভেঙ্গে সি.পিসহ বহুজাতিক কোম্পানী গুলোর দৌরাত্ম ও ষড়যন্ত্র বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা।

আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন পূর্ব সমাবেশে খামারী শওকত মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আব্দুল আওয়াল, খামারী নেতা শামীম চেয়ারম্যান, মিল্টন চেয়ারম্যানসহ অন্যরা।

পরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে ডিম ভেঙ্গে প্রতিবাদ জানায় খামারীরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘন্টা খানেক পরে প্রতিবাদকারীরা চলে গেলে যানজট স্বাভাবিক হয়।

খামারীরা বলেন, সি.পিসহ বহুজাতিক কোম্পানীগুলোর বানিজ্যিক ভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। ডিম ও মুরগির মাংসের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। মুরগির খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং অনতিবিলম্বে উৎপাদিত ডিম ও মুরগি রপ্তানি করতে হবে।

তাদের ন্যায্য দাবি না মানলে আগামী ২৪ মে বহুজাতিক কোম্পানী ঘেরাও কর্মসুচি পালনের ঘোষনা দিয়েছে ক্ষতিগ্রস্ত খামারীরা।

(এনইউ/এসপি/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test