E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নাটোরে জঙ্গির সন্ধান মিলেনি, পুলিশের অভিযান সমাপ্ত

২০১৭ মে ১১ ২১:২২:১৪
নাটোরে জঙ্গির সন্ধান মিলেনি, পুলিশের অভিযান সমাপ্ত

নাটোর প্রতিনিধি : জঙ্গি আস্তানা সন্দেহে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকায় ঘিরে রাখা ওই দুই বাড়িতে জঙ্গি বা সন্দেহজনক কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ। ফলে বিকেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশকে প্রত্যাহার করা হলেও ওই এলাকাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা থেকে যৌথ ভাবে ওই দুই বাড়িটি ঘিরে রাখেন বগুড়া ও নাটোর জেলা পুলিশ।

আবুল হাসনাত জানান, হরিশপুর এলাকার পুলিশ লাইনের পাশে অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব আমজাদ হোসেনের তিন তলার নিচতলায় দুই জঙ্গি এবং একই এলাকার পুলিশ লাইন্সের পূর্ব পাশের আব্দুল হাই মোল্লার একতলা বাড়িতে চারজন জঙ্গি অবস্থান করছে বলে পুলিশের কাছে এমন সংবাদ আসে।

ওই সংবাদের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। দুপুর দুইটার সময় ঘিরে রাখা আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে দুই নারীকে পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত সন্দেহ ভাজনদের মাইকিং করে আত্মসর্মপনের জন্য আহবান জানানো হয়।

পরে ওই বাড়ি দুটিতে অভিডান পরিচালনা করা হলে জঙ্গি বা সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এতে তাৎক্ষণিক ভাবে অভিযান সমাপ্ত ঘাষণা করা হয়। তবে নাসরিন গার্ডেনের নিচতলা থেকে কিসমত আলী (৩৮) নামে একটি মামলার ওয়ারেন্টি আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এটা পুলিশের একটি রুটিন ওর্য়াক। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মুলত ওই দুই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। দুই নারীকে জ্ঞিাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার অজুহাতে নাটোর পুলিশ লাইনের পার্শ্ববর্তী দুটি বাড়িতে অভিযান চালানোর সময় গণমাধ্যমকর্মীদের পুলিশ লাইনসের গেটে আটকে দেয় পুলিশ। নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও সেখানে প্রবেশ করতে গিয়ে পুলিশের বাধায় আটকে যান টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ইটিভি ও সমকাল প্রতিনিধি নবীউর রহমান পিপলু, এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিনিধি নাসিম উদ্দীন, বাংলানিউজের মামুনুর রশীদসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। এসময় নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন ও টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুল ইসলামের সাথে রুঢ় আচরণ করেন গেইটে দায়িত্বে থাকা ইব্রাহিম ও তরিকুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য। পুলিশের এমন আচরনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, নিরাপত্তা ও জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে সকলকে প্রবেশের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিষেধ ছিল। এই কারনে হয়তো তারা নিষেধ করেছেন। কিন্তু খারাপ আচরণ করাটা দুঃখজনক। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

(এলএইচ/এএস/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test