E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জে ডলার প্রতারণার অভিযোগে মামলা আটক ৩

২০১৭ জুন ০১ ১১:০২:৪৪
ঈশ্বরগঞ্জে ডলার প্রতারণার অভিযোগে মামলা আটক ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডলার প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, কম দামে ডলার কেনার আশ্বাসে ঢাকার ফকিরাপুলের আল মদীনা হজ্ব এজেন্সীর মালিক আবুল কালামকে আন্ত:জেলা ডলার প্রতারক চক্রের সদস্যরা গত সোমবার (২৯ মে) রাতে ঈশ্বরগঞ্জের বৈরাটি গ্রামে নিয়ে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে আবুল কালাম পরদিন মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

উল্লেখ্য, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কম দামে ডলার ও স্বর্ণের পুতুল বিক্রির কথা বলে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের এনে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার কাজে জড়িত রয়েছে। উপজেলায় এরা ওকে পার্টি নামে পরিচিত।

এ ঘটনায় পুলিশ বুধবার নান্দাইল উপজেলার তারঘাটের মৃত মোকসেদ আলীর ছেলে মজিবুর রহমান, বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে সুরুজ মিয়া ও পিরোজপুরের হারুন অর রশীদকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেয়।

(এনআইএম/এএস/ জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test