E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলাপাড়ায় বজ্রপাতে নিহত ১        

২০১৭ জুলাই ২৭ ১৮:৪৯:১২
কলাপাড়ায় বজ্রপাতে নিহত ১        

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মাঠে মাটি কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার গাজী(৪০) নিহত ও তার ভগ্নিপতি গুরুতর আহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহত সালাউদ্দিনকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।        

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রোদের মধ্যে মাঠে মাটি কাটার কাজ করছিলো তারা দু' জন। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার গাজী।

স্থানীয়রা আহতাবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, আহত সালাউদ্দিন এখন আশংকামুক্ত।

(এমকেআর/এএস/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test