E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাইবান্ধায় আলোচনা সভা

২০১৭ আগস্ট ১০ ১৮:৩২:৫৩
গাইবান্ধায় আলোচনা সভা

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ৭৫’র গোবিন্দগঞ্জ যুদ্ধে প্রতিরোধ যোদ্ধা পরিষদের পরিচিতি উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৭৫’র ওই প্রতিরোধ যোদ্ধা পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। ওই প্রতিরোধ যুদ্ধে ১০ জন শহীদ হন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে আব্দুর রহিম আজাদ, ইবনে সাউয়ুদ, রেজাউল করিম রেজা, মুকুল, বামন, আলমগীর প্রমুখ। 

সংগঠনের জেলা শাখার আহবায়ক মো. আবু বকর সিদ্দিক মুন্নার সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মোজাম্মেল হক মন্ডল, সাইফুল আলম সাকা, রণজিত বকসী সূর্য, নির্মনেন্দু বর্মণ ভাইয়া, দীপক কুমার পাল, জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, রকি দেব প্রমুখ। সভায় তাদের শহীদের মর্যাদা প্রদান এবং যথাযথ মূল্যায়নের জন্য আহবান জানানো হয়।

(এইচআইবি/এএস/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test