E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

২০১৭ সেপ্টেম্বর ০৬ ১৬:২৮:২২
নওগাঁয় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রান বিতরন অব্যাহত রয়েছে। বুধবার সকাল ১০টায় জেলার বদলগাছী উপজেলার গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মথুরাপুর ইউনিয়ন ও আশে পাশের ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বাটা সু কোম্পানী ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, পরিবার প্রতি ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাল, ১ কেজি করে সুজি, ১ কেজি করে চিনি, ১ কেজি করে লবন, ১ লিটার করে সয়াবিন তেল এবং ছোট বড় ৩ জোড়া করে বাটা স্যান্ডেল।

অপরদিকে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরন করে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাক ৫০জন বন্যার্ত মানুষের মাঝে নগদ ১হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। মঙ্গলবার বিকালে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও জেলা পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের সহধর্মিনী মাহফুজা আখতারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমানের সহধর্মিনী নাসরিন বেগম। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তানজিদা পারভীন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, সহকারি কমিশনার (ভ‚মি) নিলুফা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test