E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল 

২০২১ নভেম্বর ০২ ১৫:৫৩:৫২
কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেকোন গণতান্ত্রিক দলকে আমরা সমর্থন করি। ভিপি নূর যে রাজনৈতিক সংগঠন করেছে তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখবেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।

এসময় তিনি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, তাকে ও তার দলকে আয়নায় মুখ দেখতে হবে। কীভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে।ফখরুদ্দিন-মঈনুদ্দিনের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বলেছেন তাদের ক্ষমা করে দেওয়া হলো। এরপর জনগণ দেখেছে কিভাবে তারা রাতের বেলা রাষ্ট্র যন্ত্রকে কাজে লাগিয়ে ভোট করেছে।নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় আসবে। এসময় মির্জা ফখরুল আরও বলেন হিটলার, মুসোলিনী ও ক্ষমতার চেয়ারে ছিল তারা কি এখন আছে।আওয়ামীলীগ এখন চেয়ারে বসে আছে জনগণই তাদের টেনে নামাবে।

তিনি আরও বলেন কুমিল্লায় মন্দিরে যে ঘটনা ঘটেছে আমরা স্পষ্ট করে বলেছি এটা তারাই ঘটিয়েছে।তাছাড়া রংপুরের গঙ্গাচড়ায় হামলায় যারা ধরা পড়েছে সব তাদের নেতা।অন্যান্য জায়গায় ও তাদের লোক ধরা পড়ছে।

সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি নূর করিম, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুবদল সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

(এফআর/এসপি/নভেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test