E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

`তারেক দেশে ফিরুক, বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা'

২০২১ নভেম্বর ০৪ ১৩:৩৫:২৭
`তারেক দেশে ফিরুক, বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা'

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘জনতার ঢল নামার গল্প’ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে একথা বলেন।

তারেক জিয়া দেশে আসবে কোন বছর? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বছর না ওই বছর- দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না।

গত কয়েক বছর ধরে ‘গণঅভ্যুত্থান’, ‘মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী’, ‘নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প’, ‘আওয়ামী লীগের ৩০ আসন না পাওয়ার গল্প’সহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test