E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে ভেঙে পড়লো বিএনপির সভা মঞ্চ

২০২২ জানুয়ারি ১২ ১৭:১২:২৪
চট্টগ্রামে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে ভেঙে পড়লো বিএনপির সভা মঞ্চ

জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য চলাকালে মঞ্চে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। 

এসময় মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশ শেষ করা হয়।

বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওমিক্রনের কথা বলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সকাল থেকেই সমবেত হতে শুরু করে নেতাকর্মীরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

(জেজে/এসপি/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test