E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিএনপি’

২০২৩ অক্টোবর ০১ ০০:১৭:৪০
‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিএনপি’

স্টাফ রিপোর্টার : সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক হলেও বিএনপি তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, খালেদা জিয়া যতবার হাসপাতালে গিয়েছেন ততবারই বিএনপি বলেছে বিদেশে না পাঠালে তাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু প্রতিবারই আল্লাহর রহমতে তিনি বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার যা কিছু করা দরকার করছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি পার্কে নতুনভাবে চালু করা ক্যাবলকার (রোপওয়ে) উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের পরিবেশ-প্রকৃতি রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, সে কারণে দেশের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। দেশে বন ও বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বেড়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার ইচ্ছায় রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক স্থাপন করতে পেরেছি। আজ থেকে প্রায় দশ বছরেরও বেশি সময় আগে এই পার্কে আসা-যাওয়া মিলে ২ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ক্যাবল কার (রোপওয়ে) স্থাপন করা হয়েছে। পার্কের উন্নয়নের জন্য আরও ১২৬ কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, সেই বরাদ্দ থেকে আরও দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার স্থাপন করা হবে। মোট ৪ দশমিক ৪ কিলোমিটার ক্যাবল কার স্থাপিত হবে। দেশের কোথাও এত দীর্ঘ ক্যাবল কার নেই। শেখ রাসেল এভিয়ারি পার্কে বিদেশের অনেক জাতের পাখি আছে। আমাদের দেশে অনেক সাফারি পার্ক আছে, কিন্তু এরকম এভিয়ারি পার্ক দেশে আর কোথাও নেই। এটিই দেশের প্রথম এভিয়ারি পার্ক। ক্যাবল কার পুরোপুরি চালু হলে দেশ-বিদেশের পর্যটকদের জন্য শেখ রাসেল এভিয়ারি পার্ক জনপ্রিয় গন্তব্য হবে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও আবদুল্লাহ আল মামুন, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test