E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে’

২০২৪ মে ১৬ ১৪:১৬:২৯
‘ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে’

স্টাফ রিপোর্টার : ব্যাংক লুটপাট করেছে, ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে এই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শান্তিনগর এলাকায় চলমান উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা দেশ থেকে হাজারও কোটি পাচার করেছে। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি ৩৯৩টি বাড়ির খবর পাওয়া গেছে। ৬৪১টি সম্পত্তির খবর ছাপা হয়েছে পত্রিকায়।

রিজভী বলেন, ব্যাংক লুটপাট করেছে, ফ্লাইওভার, পদ্মা সেতুর নামে টাকা লুট করে এই টাকা দিয়ে তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর, এক বের হতে শুরু করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে একটি লুটপাটের স্বর্গ দেশ বানাতে চাচ্ছে

চারদিক থেকে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য আর্থিক ও সামাজিক খাত লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচণ্ড নৈরাজ্য বিরাজ করছে। লুটপাটের কারণে ‌ব্যাংকগুলো ধসে গেছে।

সরকার দলের মন্ত্রী-এমপিদের নামে ব্যাংক দিয়েছে উল্লেখ করে সাবেক এই ছাত্র নেতা বলেন, তারাইতো সব লুট করে ফেলছে। এখন সরকার ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পাদক লুটপাট করে পাচার করছে।

তিনি আরও বলেন, গত পরশু দিন বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল অংকের টাকার কোড হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে এর কোনও উত্তর দিতে পারে না সরকার। কারণ নিজেদের লোকদের অর্থ লুটের সুযোগ করে দিতে এ ব্যবস্থা করেছে।

(ওএস/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test