E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলেই বিএনপি ক্ষমতায় আাসে’

২০২৪ নভেম্বর ০৮ ২১:১২:২৮
‘দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলেই বিএনপি ক্ষমতায় আাসে’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এই বাংলাদেশ যতোগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততোবার মানুষ বিএনপিকে জয়যুক্ত করিয়েছে।

আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে দূর্নীতি করে বাংলাদেশ থেকে। তার পালিয়ে যাওয়ার পর দেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। কারন বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। অথচ সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে সারা দেশে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করছে। তাই বিএনপি মানুষের যে কোন বিপদে পাশে থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে।

শুক্রবার বিকাল চারটায় কলাপাড়ার চাকামইয়া নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। সভায় কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষ যোগ দেন।

(এমকেআর/এএস/নভেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test