E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তারেক রহমানের নির্দেশে মাইলস্টোনে দগ্ধদের পাশে ছাত্রদল

২০২৫ জুলাই ২৫ ০০:৩৩:৪০
তারেক রহমানের নির্দেশে মাইলস্টোনে দগ্ধদের পাশে ছাত্রদল

স্টাফ রিপোর্টার : মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে সামগ্রীগুলো হস্তান্তর করা হয়।

চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জামায়াত এখন মব সৃষ্টিতে ব্যস্ত, আর ছাত্রদল মানুষকে বাঁচানোর কাজ করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা মাঠে নেমেছি।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ছাত্র সংগঠন হিসেবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আউয়াল।

তিনি বলেন, আহতদের কেউ রোগী বলবেন না, তারা আমাদের ভাই-বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে তাদের পাশে এসেছি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test