E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’ 

২০২৫ জুলাই ৩০ ১৮:০৯:৫৯
‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, 'জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন করতে দেখেছি, কিন্তু বর্তমান সরকারের এক বছর সময় লাগানোর কোন কারণ দেখছিনা। আগামীর নির্বাচন অংশগ্রহনমূলক ও নির্বিঘ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ সৃষ্টি করার দ্বায়িত্ব ডা. ইউনুস সরকারের।'

আজ বুধবার দুপুরে দিনাজপুর শহরস্থ শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে জেলা যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, 'প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলশ থেকে বেড়িয়ে হয়ে আসুন এবং জনগণের কাতারে দাড়িয়ে, জনগণের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।'

অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবদলের সাবেব সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা বিএনপির দায়িত্ব স্থগিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মদ কচিসহ অন্যরা বক্তব্য রাখেন।

(এসএস/এসপি/জুলাই ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test