E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই’

২০২৫ আগস্ট ০৩ ১২:৫১:০৩
‘সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই সংসদে করতে হবে। এ ছাড়া সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।

গতকাল শনিবার রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে এখনো আলোচনা হচ্ছে। সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয়, তাহলে সেটা সংসদের মধ্য থেকে করতে হবে। সেটার জন্য প্রতিটি দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই।

যারা বাংলাদেশে আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। তারা কোন পদ্ধতিতে যাবে, নিজেরাও জানে না।

দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘আমরা যতই সংস্কার করি, কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে। সহনশীল হতে হবে। এর মাধ্যমেই দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারব।

বাংলাদেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকেই বলছেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা অনৈক্য হয়ে গেছে। আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রতিটি দলের নিজস্ব দর্শন, চিন্তাভাবনা থাকবে। যেখানে আমরা একমত হতে পারব, সেখানে একমত হব। বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। ’

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test