E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘মুজিববাদ মানে গুম, হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন’

২০২৫ আগস্ট ১৬ ০১:১২:৪৮
‘মুজিববাদ মানে গুম, হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন’

স্টাফ রিপোর্টার : মুজিববাদকে ফ্যাসিবাদ ও বিভাজনের মতবাদ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ। এর মানে গুম, হত্যা, ধর্ষণ ও পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ‘বাংলাদেশ জনগণের’ শিরোনামে ইংরেজিতে দেওয়া পোস্টে বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি, কিন্তু একই সঙ্গে তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল, গণবিরোধী ১৯৭২ সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূলে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা—এটি এমন এক রাজনৈতিক চর্চা, যা জনগণকে দমন, দেশ লুটপাট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ছিল গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারির একটি রূপ। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির সংগ্রাম। ’

নাহিদ ইসলাম বলেন, ‘দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের বাপ-দাদার সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে—জবাবদিহিতা ছাড়াই শাসন করেছে। মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমন-পীড়নের যৌক্তিকতা দাঁড় করিয়েছে তারা। ’

স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারির শিকল ভেঙে দিয়েছে। আর কখনো কোনো ব্যক্তি, কোনো পরিবার বা কোনো মতবাদ নাগরিকদের অধিকার হরণ করতে পারবে না বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। ‘জাতির পিতা’ উপাধি ইতিহাস নয়—এটি একটি ফ্যাসিবাদী হাতিয়ার, যা আওয়ামী লীগ ভিন্নমত দমন ও রাষ্ট্র দখলের জন্য তৈরি করেছে। বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের। কেউ এর প্রতিষ্ঠা বা আগামীর একক দখলদার হতে পারবে না। ”

‘মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদী মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। ’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদ হলো ফ্যাসিবাদ ও বিভাজনের মতবাদ। এর মানে গুম, হত্যা, ধর্ষণ ও পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন। এর মানে দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার। এর মানে ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখল। এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া। ষোল বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল একটি অস্ত্র হিসেবে, আর তার মূর্তির আড়ালে অপহরণ, হত্যা, লুটপাট ও গণহত্যা বিস্তৃত পরিসরে চলছিল। ’

‘মুজিববাদ একটি জীবন্ত বিপদ। একে পরাস্ত করতে প্রয়োজন রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার—একটি সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ; যেখানে সব নাগরিক সমান—কোনো দল, কোনো বংশ বা কোনো নেতা জনগণের ওপরে নয়। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—এটি জনগণের প্রজাতন্ত্র’, যোগ করেন এনসিপির আহ্বায়ক।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test