E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘খুচরা পার্টির ভরাডুবি হবে বলেই নির্বাচন চায় না’

২০২৫ আগস্ট ১৭ ১৬:২২:১২
‘খুচরা পার্টির ভরাডুবি হবে বলেই নির্বাচন চায় না’

স্টাফ রিপোর্টার : নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু খুচরা পার্টি ভোট চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে, আসলে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলোকে নিজের সম্পত্তি মনে করছে।

তিনি আরও বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকার দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। ভালো নির্বাচনের জন্য খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। হাসিনা তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। মিথ্যা মামলায় তাকে ৬ বছর কারাগারে রেখেছিল।

বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে দুদু বলেন, এই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই সরকারকে সমর্থন করছি। অন্যান্য দলও করছে।

নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য, দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test