E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমি নেতা নই, আমাদের নেতা তারেক রহমান’

২০২৫ আগস্ট ২৪ ১৯:১০:১৬
‘আমি নেতা নই, আমাদের নেতা তারেক রহমান’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন-আমি নেতা নই; আমি বিএনপির একজন সামান্য কর্মী। আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেছেন, পেশী শক্তি দিয়ে ভোট বাড়েনা, ভোট বাড়াতে হলে তারেক রহমানের নির্দেশে গ্রামের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাদের বুঝিয়ে-শুনিয়ে ভোট ভিক্ষা করতে হবে। কারো সাথে আপত্তিকর কোন আচারন করা যাবেনা। নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বর্তমান সময়ে দেখা যায় অমুক ভাই আর তমুক ভাইর লোক হিসেবে অনেকেই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এতে করে ভোট কমে যাচ্ছে। তাই এইসব পরিহার করতে হবে। কারণ অতীতে দলের মনোনীত প্রার্থীর বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমুক আর তমুক ভাইরা প্রতিদ্বন্ধীতা করে একশ’ ভোট পেয়েছিলেন। এর থেকে প্রমানিত হয়েছে দলের বাহিরে কার কি অবস্থান। তাই ভবিষ্যতে নিজে নেতা না হয়ে দলের একজন কর্মী হিসেবে তারেক রহমানের নির্দেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান।

আগামী পহেলা সেপ্টম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার দলীয় নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় রবিবার (২৪ আগস্ট) সকালে ভার্চুয়ালে যুক্ত করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমাদের সকলের একটাই পরিচয় আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষকে ভালবাসি। তাই দলের নীতিনির্ধারকরা যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারপক্ষে বিজয় সুনিশ্চিত করতে আমাদের সকলকে কাজ করতে হবে।

বিগত ওয়ান ইলেভেন থেকে দলের চরম ক্লান্তি লগ্নে গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় ক্যাডারদের হাতে অসংখ্যবার হামলা, একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-তৃণমূলের নেতাকর্মীরাই দলের শক্তি। তাই বিগত পতিত সরকারের সময় নেতাকর্মীদের সুখে, দুঃখে যেমন নিজ অর্থায়নে পাশে ছিলাম, ভবিষত্যেও সেই একইভাবে পাশে থাকবো।

ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে এবং তার পরবর্তী সময়ে বিএনপির চরম দুর্দীনে পতিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলাম। আন্দোলন-সংগ্রাম করেছি। ছাত্রজীবনে খুব কাছ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি। তার আদর্শকে ভালোবেসে সরকারি চাকরি ছেড়ে টানা ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছি। কোন কিছু নিতে নয়; বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসেবে দল ও দেশের জন্য কিছু দিতে মাঠে রয়েছি। শতভাগ বিশ্বাস করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ত্যাগের মূল্যায়ন করবেন।

(টিবি/এসপি/আগস্ট ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test