E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে’

২০২৫ সেপ্টেম্বর ১০ ০০:৩৫:২৮
‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে’

যশোর প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে ব্যর্থ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নারী নেত্রী শত প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথ ছেড়ে যায়নি।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৬ মে বলেছিলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পেছনে রেখে জাতির উন্নতি আশা করা যায় না। তিনি নারী-পুরুষ উভয়কে দেশ গঠনের কাজে নিয়োজিত করে নারীদের যথাযথ মর্যাদা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী কাজের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন।

নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমান নারী সমাজের জন্য যে দ্বার উন্মুক্ত করেছিলেন, পরে বেগম খালেদা জিয়া তা আরও সম্প্রসারিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নারীরা আরও বেশি সুযোগ পেয়ে সমাজ থেকে বৈষম্য দূর করে সমান মর্যাদা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ জিয়াউর রহমান নারীদের নিরাপদ কর্মসংস্থান ও সুরক্ষা নিশ্চিত করেছিলেন। তিনি আইন করে যৌতুকের অভিশাপ থেকে নারীদের রক্ষা করেন এবং জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করেন। বেগম খালেদা জিয়া এসিড সন্ত্রাসীদের হাত থেকে নারীদের রক্ষায় আইন প্রণয়ন করেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেন। প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৫০ শতাংশ কোটা চালু এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো যুগান্তকারী পদক্ষেপের ফলে আজ নারীরা শিক্ষা ক্ষেত্রে পুরুষের চেয়ে এগিয়ে গেছে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান ভবিষ্যতে জনগণের ভোটে দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' চালু করবেন, যার মাধ্যমে নারীরা সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে।

জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু এবং মহিলা দল নেত্রী নুরুন্নাহার, আলেয়া বেগম ও পারুল বেগম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।

(এসএমএ/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test