E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত’

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৩:২৮:১২
‘ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে।

সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন।

এ সময় সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে, তা বড় কথা নয় কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।

তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে।

এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ জাতীয় সংসদ নির্বাচন এখনও অর্জিত হয়নি। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাটামারা ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির এক নং সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার খান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ।

এদিকে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দলের সবপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান।

পাশাপাশি আগামী নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার আহ্বান জানান তিনি।

পরে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test