E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যারা সাহাবাদের পথ অনুসরণ করে না, তারা জাহান্নামি’

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৫:০৩:০৮
‘যারা সাহাবাদের পথ অনুসরণ করে না, তারা জাহান্নামি’

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, যারা বলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা জরুরি নয়, তাদের মতো সাহাবাদের কথা অনুসরণ না করে চললে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হেফাজত আমির বলেন, নবী-রাসূলদের ত্বরীকার পথ হলো সোজা পথ, শান্তি ও সঠিক পথ। রাহবাররা সঠিক ত্বরীকার ওপর ছিলেন। তাদের ত্বরীকার ওপর থাকার চেষ্টা করতে হবে। আমল করতে হবে, তাহলেই আমরা হেদায়েত হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক রাস্তার ওপর রাখেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাহাবীদের ত্বরীকার ওপর যারা আছে তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। কেউ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ত্বরীকার ওপর না থাকলে তাদের জন্য জাহান্নাম ব্যতীত কিছু নেই।

হেফাজতের আমির একটি হাদিস উল্লেখ করে বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন—কেয়ামতের ময়দানে ৭৩টি জামাত হবে। তার মধ্যে ৭২টি জামাত জাহান্নামে যাবে। শুধু একটি জামাত বেহেশতে যাবে, সেটি হলো যারা নবী ও রাসূল এবং সাহাবাদের পথ অনুসরণ করে চলতো।

কনফারেন্সে শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা মহিউদ্দিন রব্বানী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির উল্লাহ, ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব ফজলুল করীম কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test