E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মোদী কখনো বাংলাদেশের ভালো চাননি’

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:৩৬:১৭
‘মোদী কখনো বাংলাদেশের ভালো চাননি’

স্টাফ রিপোর্টার : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, শেখ হাসিনার মোদীপ্রীতি এদেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। নরেন্দ্র মোদী কখনো বাংলাদেশের ভালো চাননি।

তিনি বলেন, আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই, ভারতবাসীর বিরুদ্ধেও নই। কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। যারা ভারতের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। হাসিনা তার পোষ্য লোকদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। আর এসবই হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদীর কারণে।

পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, পিআর মানে কী? আমরা মনে করি, পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এদেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ। সম্মেলনে একেএম সামছুল হককে সভাপতি, আবুল কাশেমকে সিনিয়র সহ-সভাপতি, শাহজাহান সিরাজকে সহ-সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test