E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আর কোন আমলাতন্ত্র চলতে দেয়া হবে না দেশে’

২০২৫ অক্টোবর ১৬ ১৪:১৬:১৪
‘আর কোন আমলাতন্ত্র চলতে দেয়া হবে না দেশে’

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : আমার দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়। কৃষিতে সময় মত পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। তাই কৃষকদের দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলু ধ্বনী দিয়ে মির্জা আলমগীরকে বরন করে নেন।

মির্জা আলমগীর বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাহির থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছেনা, সখানে আপনারা কি করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাহির থেকে আমদানি করছেন? কৃষকদের না বাচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে হবে।

স্বাধীনমত ও সাংবাদিকদের তিনি বলেন, আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মত করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিলো বাধা। আমরা এ নীতিতে বিশ^াসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করবো।

পিআর পদ্ধতি আর আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, পি আর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পি আরের সিদ্ধান্ত পরে নেয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ,এক কোটি মানুষকে চাকুরী দেয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্যে কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।

১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসই/এএস/অক্টোবর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test