E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ ইতিবাচকভাবে বিবেচনা করবে’

২০২৫ অক্টোবর ১৮ ১৩:৪৭:৩৭
‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ ইতিবাচকভাবে বিবেচনা করবে’

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে বিএনপি যদি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে বিবৃতিতে একটি কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে যদি 'পতিত স্বৈরাচারের সহযোগীরা' পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সেটি প্রতিহত করার ক্ষেত্রে কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test