E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন’

২০২৫ অক্টোবর ২২ ২৩:৩৪:৩২
‘নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন’

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। সামনে আরও অনেক উদ্যোগ নেওয়া হবে। আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বৈঠকের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব বলের, প্রধান উপদেষ্টা বলেছেন—আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াতসহ সক্রিয় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের দলটির চার সদস্যের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন— জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ. টি. এম. মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা‘ছুম ও রফিকুল ইসলাম খান।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test