E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে’

২০২৫ অক্টোবর ২৭ ১৫:৪২:০৯
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে’

টাঙ্গাইল প্রতিনিধি : এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে। বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা অবশ্যই প্রতীক হিসেবে শাপলা চাই। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেবো না। দেবো না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কারণ জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না।

তিনি আরও বলেন, আমরা মনে করি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া–পাওয়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য নির্বাচন হোক। ফেব্রুয়ারিতেও হলে সমস্যা নেই।

তিনি আরও বলেন, আজ থেকে এনসিপির জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়া হবে। সে লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে।

সভায় এনসিপি টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

(এসএএম/এএস/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test