E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

২০২৫ নভেম্বর ০৩ ১৯:৩১:১১
গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন।

এতে গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫)।

গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এদিকে গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

(এস/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test