E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি আর নেই

২০২৫ নভেম্বর ০৬ ১৪:৪৯:০৫
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি আর নেই

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি পিযূষ কান্তি ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোরে যশোর শহরের বেজপাড়ায় ভাড়াবাড়িতে ৮০ বছর বয়সে জীবনাবসান ঘটে তার। 

পীযূষ কান্তি ভট্টাচার্যের জন্ম ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুর থানার পাড়ালা গ্রামে। তিনি খাজুরার এম এন মিত্র স্কুল থেকে ১৯৫৬ সালে এসএসসি পাশ করে যশোর সরকারি এমএম কলেজে ভর্তি হন।

পরবর্তীতে এই কলেজ ছাত্র সংসদের নেতা নির্বাচিত হয়েছিলেন। এখান থেকে ১৯৬০ সালে বিএ পাশ করার পর বিরতি দিয়ে ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাশ করেন।

শিক্ষাজীবন শেষ করে মণিরামপুর কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন পিযূষ কান্তি ভট্টাচার্য। উপাধ্যক্ষ হিসেবে এই কলেজ থেকে অবসর নেন ১৯৭৫ সালে। এর আগে বিএ পাশ করে ১৯৬১ সালে মশিয়াহাটী স্কুলে শিক্ষক হিসেবে যোদ দিয়েছিলেন। সেখানে কর্মরত ছিলেন ১৯৬৮ সাল পর্যন্ত। তার রাজনৈতিক জীবন শুরু ১৯৬৬ সালে।

পিযূষ কান্তি ভট্টাচার্য ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত হন। আমৃত্যু তিনি এই পদে ছিলেন।

পিযূষ কান্তি ভট্টাচার্যের সাত ভাইবোনোর একজন স্বপন কুমার ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং যশোর-৫ আসনের এমপি ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test