‘জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না’
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের মানুষ আর বিশ্বাস করে না, তাই আপনাদের ভোটও দেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারাক্কা বাঁধের ভয়াবহ ক্ষতি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ দেশকে বাঁচাতে জেলায় বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে। এদেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্ম, আল্লাহ ও নবীকে ভালোবাসে। কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। আপনাদের মানুষ আর বিশ্বাস করে না, তাই আপনাদের ভোটও দেবে না।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পাকিস্তানে আপনাদের নেতা মওদুদী বিরোধী দলে ছিলেন। আর বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে জানে। আপনারা শুধু দেশের বিরুদ্ধেই ছিলেন না, আপনারা পাকিস্তান বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও মা-বোনদের সম্মানহানি করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, তাই আমাদের ভুল বুঝিয়ে মাথা নোয়াতে পারবেন না।
‘আপনারা নির্বাচনকেন্দ্রিক যত পোস্টার ছাপাচ্ছেন, অন্য কোনো দলের তো দেখলাম না। আপনারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে দেশে বিশৃঙ্খলা করছেন’, অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার পর দেশ এমনিতেই সংকটে আছে। তার ওপর একটা দল সংকটকে আরও গভীর করছে। হঠাৎ করে এই দলটি পিআর-পিআর করে চিৎকার করছে। ওই দলটি আমাদের সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরও করেছে। আবার নির্বাচনকে সংকটে ফেলার চেষ্টা করছে। যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না সেটা জনগণের ওপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিএনপির প্রতিটি সৈনিককে সজাগ থাকতে হবে। নির্বাচন যদি না হয় তাহলে এদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
পদ্মা বাঁচাও আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা পাবনাই নয়, পুরো উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। ব্রিটিশ আমলে ভারত বাঁধ দেওয়ার চেষ্টা করলেও পারেনি। পাকিস্তান আমলে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। আর বাংলাদেশ সৃষ্টির পর মরণফাঁদটি চালু হয়েছে। এতে সহায়তা করেছেন শেখ মুজিবুর রহমান।
‘ভারত কথায় কথায় ব্যবসা বন্ধ করে দেবে, চাল বন্ধ করে দেবে। আমরা আপনাদের আর দাদাগিরি দেখতে চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে আপনাদের সঙ্গে চলতে চাই, অন্যথায় ভারত কখনোই বাংলাদেশকে বন্ধু হিসেবে পাবে না’, হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, মওলানা ভাসানী প্রথম ফারাক্কা অভিমুখে লাখ লাখ মানুষ নিয়ে লংমার্চ করেন ১৯৭৬ সালে। পরের বছর ১৯৭৭ সালে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিয়ে প্রথম চুক্তি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার ন্যায্য হিস্যা দাবি করেন। আর ২০১৬ সালে হাসিনা ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, কিন্তু পানি আনতে পারেননি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত শুধু আমাদের কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু কিছু দেয়নি। হাসিনার চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। আর ত্রয়োদশ নির্বাচনও হবে একই বছর। এ নির্বাচনে যদি শক্তিশালী সরকার না হয় তাহলে পদ্মা বাঁচানো কঠিন হয়ে যাবে।
‘পদ্মার পানি পাওয়া আমাদের অধিকার, আমাদের করুণা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা পানির ন্যায্য হিস্যা পাব, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আর বিএনপি এতে সহযোগিতা করবে।’
দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারত বাঁধ দিয়ে পানি আটকে দিচ্ছে। তাই আমাদেরও উল্টো পদক্ষেপ নিতে হবে। ফারাক্কার ভাটিতে পদ্মা ব্যারেজ নির্মাণ করে সে পানি দিয়ে চাষাবাদ করতে হবে। সেই সঙ্গে এ ব্যারেজ বন্যা থেকে আমাদের বাঁচতে সাহায্য করবে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ড. ইউনূস সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। তাই নির্বাচন হতে হবে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার সফলভাবে এ দেশ চালাতে পারবে না। বিদেশ থেকে টাকা আসছে না। দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। নির্বাচিত সরকার ছাড়া দেশে বিনিয়োগ হচ্ছে না।
‘বিশ্ব এবং বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। ২০০১ সালে উত্তরাঞ্চল থেকে আপনারা ৭৭ সিট দিয়েছিলেন। আরও যেন আমরা বেশি পাই তা চেষ্টা করতে হবে। আমাদের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু নতুন প্রজন্মের স্বার্থে আপনাদের একটি শক্তিশালী বাংলাদেশ উপহার দিতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক শেখ হাসিনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সারা দেশে ৬০ হাজার মামলাসহ গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা। দিল্লিতে বসে হাসিনা বাংলাদেশে জ্বালাও-পোড়াও করছে। ১৭ তারিখের রায়কে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট হাসিনা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে না পারে, হত্যা-গুম না করতে পারে সেজন্য সজাগ থাকতে হবে।
চরম সংকট থেকে মুক্তির জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে মহাসচিব বলেন, তাই বিএনপিকে দায়িত্ব নিতে হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার-বীজ দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা ও যুবকদের চাকরির ব্যবস্থা, নিরপেক্ষ প্রশাসন তৈরি করতে হবে। আর এসব রয়েছে তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে।
আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মো. আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে বাংলাদেশের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, বিশেষ গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কার বিরূপ প্রভাব তুলে ধরা হবে। বিএনপির এ উদ্যোগ চালু রাখতে এরপর রাজশাহী ও নাটোর হয়ে হার্ডিঞ্জ ব্রিজের কাছে মহাসমাবেশ করে জনমত গড়ে তোলা হবে। আমরা তারেক রহমানকে নির্বাচিত করে সরকার গঠন করলে মৃত পদ্মাসহ সবগুলো নদীকে জীবিত করব। পদ্মা ব্যারেজ নির্মাণ করব। ব্যারেজ নির্মাণের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে চাই, পরনির্ভরশীল নয়, আমরা স্বনির্ভর থাকতে চাই।
সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে জড়ো হন। কৃষক দলের নেতা-কর্মীরা ধানের শীষের গুচ্ছ, কাস্তে, মাথাল ও জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশস্থলের প্রথম সারিতে সারিবদ্ধভাবে বসেন। অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না’
- কমলো সোনার দাম ভরি ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা
- চাটমোহরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
- প্রকৃতির উপহার বেতফল সুস্বাদু, পুষ্টিকর ও স্বাস্থ্যবর্ধক
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- কাপাসিয়ায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক জনসভায় পরিনত
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
- ধামরাইয়ে সাধক অমৃত লাল ভক্তের ১৭৭তম বার্ষিকীতে সপ্তাহব্যাপী উৎসব
- সভাপতি আহাদ আলী মুন্না, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস: সহনশীলতা ছাড়া শান্তি অসম্ভব
- বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
- বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
- বাগেরহাটে পাউবো’র জমি দখলের মহোৎসব
- আ.লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে গ্রেফতার ৫
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মনোনয়ন না পাওয়ায় হালিমের কর্মী-সমর্থকদের বিক্ষোভ
- জামালপুরে কারাগারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মুক্তিযোদ্ধার কন্যার
- ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ
- ১৯৩ জনের নামে মামলা, ৪ গ্রাম পুরুষশূন্য
- ‘দিনের ভোট দিনেই হবে, রাতে হওয়ার সুযোগ নেই’
- সহনশীলতা: সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের ভিত্তি
- নড়াইলের হাটবাজারে পাকা তালের সমারোহ, তবে দাম বেশি
- 'যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না'
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’
- নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- হাজারো মানুষের তারুণ্যের জাগরণ ‘অনন্যা’
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
- আবারো রগ কেটে হত্যার রাজনীতি শুরু হয়েছে : মোমিন মেহেদী
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- রাজশাহীতে আশুরা পালনে মানতে হবে যেসব বিধিনিষেধ
- ‘সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন’
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
- আজ জালালপুর গণহত্যা দিবস
- ডহর রামসিদ্ধি : নৌকার গ্রাম
- ‘বঙ্গবন্ধু একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন’
- মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
-1.gif)








