E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কোনো গোষ্ঠী বিশেষের কাছে যেন আমাদের অর্থনীতি জিম্মি না থাকে’

২০২৫ নভেম্বর ১৬ ১৩:৩৩:১৭
‘কোনো গোষ্ঠী বিশেষের কাছে যেন আমাদের অর্থনীতি জিম্মি না থাকে’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা কোনো মেগা প্রকল্পের দিকে যাব না; তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টে জোর দেব। মেগা প্রকল্প থেকে সরে এসে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াবে বিএনপি। আগামীর বাংলাদেশ গড়তে হলে পূর্বের অনুসৃত মডেল থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে, যাতে এর সুফল দেশের প্রতিটি নাগরিক পেতে পারেন। কোনো গোষ্ঠী বিশেষের কাছে যেন আমাদের অর্থনীতি জিম্মি না থাকে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

আমীর খসরু বলেন, আমাদের বিনিয়োগ হবে স্কিল ডেভেলপমেন্টে। শিক্ষায় উন্নয়ন করতে হবে। বিনামূল্যে জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। অনেকগুলো ইনস্টিটিউশন সৃষ্টি করতে হবে। এসব কিছুই আমাদের নতুন আবিষ্কার নয়, বিশ্বের বহু দেশেই এসব মডেল চলছে। আমাদের শুধু সেসব দেশ থেকে কপি করে আনার প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতিতে সব নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। এজন্য বিএনপি একটি নতুন স্লোগান দিয়েছে ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন’।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, একটি রেস্টুরেন্ট করতে গেলেও বাংলাদেশে ১৯টি অনুমতি নিতে হয়। এই অনুমতি নিতে নিতে ব্যবসা শুরু করাই কঠিন হয়ে পড়ে। সরকারের বিভিন্ন পর্যায়ে যেসব অনুমোদনের দরকার হয়, সেগুলো ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ–দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি সিদ্ধান্তের টাইম ফ্রেম থাকতে হবে। নির্দিষ্ট সময়সূচির মধ্যেই যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট শেয়ারবাজারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্যাপিটাল মার্কেট বড় করতে হবে। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টে আমাদের বড় পরিকল্পনা আছে। অনেকেই বিনিয়োগ করতে চান, কিন্তু বলছেন পরিবেশটা আগে ঠিক করুন। আমরা বিদ্যুৎ, গ্যাস এবং গ্লোবাল ইন্টারনেট সিস্টেম আরও উন্নত করব। আমাদের বিনিয়োগ এমন জায়গায় হবে, যেখানে টাকা অপচয় হবে না, পরিবেশের ক্ষতি হবে না। বিশ্ব এখন গ্রিন ইকোনমির দিকে এগোচ্ছে, আমরাও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেব।

সভায় আরও বক্তব্য দেন চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম কিবরিয়া স্বপন, মামুন গ্রুপের শাহীন শাহাবুদ্দিন, শরীয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা, রাজবাড়ীর ইমারুল করিম, এফসিসিআইয়ের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test