E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ব্যাংক থেকে লুট হওয়া অর্থে ককটেল সংগ্রহ করা হচ্ছে’

২০২৫ নভেম্বর ১৭ ১৩:২৬:৩৮
‘ব্যাংক থেকে লুট হওয়া অর্থে ককটেল সংগ্রহ করা হচ্ছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ এবং আওয়ামী লীগের দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা টাকা ব্যবহার করে নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করা হচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাই এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। তার ভাষ্য, পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ ব্যাংক লুটের টাকা নাশকতার পেছনে ব্যবহৃত হচ্ছে।

রিজভী দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পৃক্ততা নেই; বরং কারা এসব ঘটাচ্ছে তার প্রমাণ এখন স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, বিএনপি চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার অপরাধের বিচার প্রসঙ্গে রিজভী বলেন, এর যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আগের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা নির্দেশিত আদালত এখন আর চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসঙ্গত নয় বলে উল্লেখ করেন রিজভী। তিনি প্রশ্ন তোলেন-ভারত কেন এসব সুযোগ দিচ্ছে?
তার মতে, একজন অপরাধীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে, যা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিলে সেই ব্যয় চাঁদা হিসেবে দান করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test