E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই’

২০২৫ নভেম্বর ২২ ১২:৫৭:৩৩
‘গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার এবং জনসমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে যাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। জনগণ ভোট দিতে পারেনি বলেই দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test