E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে : ফখরুল 

২০২৫ নভেম্বর ২৫ ১৮:২৩:০০
দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে : ফখরুল 

ঠাকুরগাও প্রতিনিধি : বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে ও গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বতী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থির মনোনয়ন দিয়েছে। দেশে নির্বাচনি আবহ সৃস্টি হয়েছে। তাই বিএনপি আশাবাদী, কোন ধরনের ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেল ঠাকুরগাওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব বলেন তিনি।

বিভিন্ন আসনে বিএনপি মনোনিত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কিভাবে দেখছেন এ প্রশ্নের জবাবে এবং আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে কেন্ডিডেট রয়েছে। সকলে আশা করতেই পারে মনোনয়নের। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমান করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

চট্টোগ্রাম পোর্ট বেসরকারীভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।

জেলা আইনজীবী ফোরামের আহবায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল হালিম, বারের জিপি অ্যাড. সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল প্রমুখ।

(এফআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test