E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না’

২০২৫ নভেম্বর ২৭ ১৯:৪৬:২৯
‘কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না’

স্টাফ রিপোর্টার : কোনো বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাত-বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে। কিন্তু কোনও বাধাই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।

বিএনপির এই নেতা বলেন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমেই হবে নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে। জনগণ গণতন্ত্রে ফিরে যাবে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। ‘দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোনও দেশ; সবার আগে বাংলাদেশ’—বলার মধ্য দিয়ে তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন।

আমানউল্লাহ আমান বলেন, যারা দীর্ঘ ১৫ বছর আন্দোলনে ছিল, সেই সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আগামীতে জাতীয় সরকার হবে—এটিও তারেক রহমানের আরেকটি উদার মানসিকতার পরিচয়।

তারেক রহমান এখন বাংলাদেশের জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন বলেও জানান তিনি।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test