E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মান্নার মনোনয়নপত্র বাতিল

২০২৬ জানুয়ারি ০২ ১৯:১২:৪৪
মান্নার মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যগত গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্যের অসংগতি বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test