E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তাসনিম জারার মনোনয়ন বাতিল

২০২৬ জানুয়ারি ০৩ ১২:৫০:৩০
তাসনিম জারার মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার : ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ১ শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজনকে স্থানীয় ভোটার হিসেবে পাওয়া যায়নি।
এ অভিযোগের ভিত্তিতেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি।

তাসনিম জারা আরও জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তারা মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান।

রাজধানীর খিলগাঁও চৌধুরী পাড়ার বাসিন্দা তিনি।

তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test